সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ব্রাশফায়ারে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন- দীপায়ন চাকমা (৩৮) ও আশুক্য চাকমা ওরফে আশীষ (৪৫)। গতকাল দুপুর সাড়ে ১২টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়ার একটি দোকানের সামনে তাদের ব্রাশফায়ারে হত্যা করে। এ ঘটনায় ইউপিডিএফ রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ জেএসএস নেতা-কর্মীরা। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের সদস্য নিরন চাকমা জানায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলং ব্রিজপাড়ায় একটি দোকানের সামনে অবস্থান করছিলেন সংগঠনের সদস্য দীপায়ন চাকমা  ও আশুক্য চাকমা ওরফে আশীষ। এ সময় জেএসএসের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এ সময় তারা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত দীপায়ন চাকমা সাজেক ইউনিয়নের এগুজ্জেছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে। আর আশুক্য চাকমা রূপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার  ছেলে। অন্যদিকে, এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়  যৌথবাহিনীর একটি দল। কিন্তু তার আগে ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীরা। তবে এ ঘটনার পর এলাকায় চাপা আতংক রিবাজ করছে। তবে স্থানীয়দের নিরাপত্তায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ইউপিডিএফ রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের ন্যায্য দাবি আদায়ে ইউপিডিএফের চলমান আন্দোলন বানচাল করতে সংগঠনের নেতা-কর্মীদের হত্যা করছে। ইউপিডিএফ সদস্যকে হত্যায় জড়িত জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।

সর্বশেষ খবর