মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাইডেনের চিঠির পর বিএনপি কী বলবে

নিজস্ব প্রতিবেদক

বাইডেনের চিঠির পর বিএনপি কী বলবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ চিঠি নিয়ে বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, বিএনপি এখন কী বলবে? গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন করেন।

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি নেতারা কেউ পালিয়ে গেছেন, কেউ গা-ঢাকা দিয়েছেন। এখন আপনাদের ক্ষমতায় আসার শক্তির উৎসটা কী হবে? জনগণ আপনাদের কাছ থেকে সরে গেছে। বিদেশি বন্ধুরাও ছেড়ে চলে গেছে। যে যুক্তরাষ্ট্রের প্রতি বেশি ভরসা ছিল সেই যুক্তরাষ্ট্রও শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এখন ক্ষমতায় যেতে বিএনপি কোন আশায় বসে থাকবে?

সর্বশেষ খবর