বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সেই সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণ মা-মেয়েকে

অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার জেলা সভাপতির বাসা থেকে

নোয়াখালী প্রতিনিধি

সেই সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণ মা-মেয়েকে

আবুল খায়ের

নোয়াখালীর সুবর্ণচরে আবারও দলবেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে চরকাজী মোখলেছ গ্রামে সিঁধ কেটে ঘরে ডুকে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে পুলিশ গতকাল বেলা ২টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিমের মাইজদী বাসা থেকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী তিন সন্তানের জননী ও তার মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এদিকে মা ও মেয়েকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। ভিকটিম দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একজনসহ তিনজনের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের রাতে সুবর্ণচরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় সোমবার নোয়াখালী আদালতে ১০ জনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন দেওয়া হয়। আর ওই মামলার রায় ঘোষণার রাতেই দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনের মধ্যে মুন্সি মেম্বার ও হারুন গৃহবধূকে গণধর্ষণ করে। আর অজ্ঞাত অভিযুক্ত তার মেয়েকে ধর্ষণ করেছে। নির্যাতনের শিকার গৃহবধূ জানান, নদী ভাঙনে নিঃস্ব হয়ে দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এসে তারা সুবর্ণচরের চরকাজী মোখলেছ গ্রামে একটি বাড়িতে তিন সন্তান নিয়ে বসবাস করে আসছেন। দিনমজুর স্বামী ২/৩ দিন পর আবার কখনো সপ্তাহে এক দিন বাড়িতে আসেন। স্থানীয় মুন্সি মেম্বার বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত। রাতের বিভিন্ন সময় মোবাইলে  ফোন দিয়ে অশ্লীল কথাবার্তা বলত। পরে তিনি মেম্বারের নম্বর ব্লক করে দেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরের সিঁধ কেটে ভিতরে ঢুকে একজন। পরে ঘরের দরজা খুলে দিলে আরও দুজন ভিতরে ঢোকেন। এদের মধ্যে দুজন পালাক্রমে তাকে এবং একজন পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাদের হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা সোনার গয়না এবং নগদ ১৭ হাজার ২২৫ টাকা লুটে নেয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে মুন্সি মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করা হবে।

 

সর্বশেষ খবর