বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বেদান্ত প্যাটেল

নির্বাচন শেষ হলেও মার্কিন ভিসানীতির পরিবর্তন ঘটেনি

কূটনৈতিক প্রতিবেদক

নির্বাচন শেষ হলেও মার্কিন ভিসানীতির পরিবর্তন ঘটেনি

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতির কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। যারা নির্বাচন ক্ষুণ্ন করেছে মার্কিন ভিসানীতির অধীনে তাদের বিরুদ্ধে বিধিনিষেধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেছেন, ভিসানীতির ক্ষেত্রে জানানোর মতো কোনো আপডেট আমার কাছে নেই। তবে আমি যা বুঝি তা হলো, নির্বাচন শেষ হলেই এ নীতির সমাপ্তি হয় না। ভিসানীতির কোনো পরিবর্তন ঘটেনি। ব্রিফিংয়ে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে আরেক প্রশ্নের উত্তরে প্যাটেল বলেন, ড. ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব, এটাই আমরা (যুক্তরাষ্ট্র) আশা করি। কারণ (শ্রম আইন লঙ্ঘনের এ মামলায়) আপিল প্রক্রিয়া চলমান থাকবে। তিনি আরও বলেন, অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকের মাধ্যমে আমরা (যুক্তরাষ্ট্র) উদ্বেগ প্রকাশ করছি যে, ড. ইউনূসকে ভয় দেখানোর উপায় হিসেবে এ মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে।

সর্বশেষ খবর