বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
এস জয়শঙ্কর

বাংলাদেশ-ভারত মৈত্রী আরও শক্তিশালী হবে

নিজস্ব প্রতিবেদক ও নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশ-ভারত মৈত্রী আরও শক্তিশালী হবে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ-ভারত মৈত্রী আরও শক্তিশালী হবে। গতকাল নয়াদিল্লিতে দুই দেশের বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয়শঙ্কর বলেছেন, আমাদের আজকের আলোচনা ভারত-বাংলাদেশের মৈত্রীকে শক্তিশালী করবে। গতকাল রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেন এবং তাঁর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। মতবিনিময়ের সময় দুই মন্ত্রী আন্তসীমান্ত সংযোগ, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, পানিসম্পদ এবং জনগণের মধ্যে বিনিময়সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন। তারা ‘ভিক্ষিত ভারত ২০৪৭’ এবং ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ এর রূপকল্পসহ দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের সম্পৃক্ততার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেছেন। দুই নেতা অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়েও মতবিনিময় করেন। তারা বিমসটেক, আইওআরএ এবং বিবিআইএন-এর কাঠামোর মধ্যে উপ-আঞ্চলিক সহযোগিতার প্রচারে তাদের সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মিয়ানমার প্রসঙ্গ : মিয়ানমারের সাম্প্রতিক অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করে মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। ভারতের ক্যাবিনেট সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতা এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করেছে। শান্তি বজায় না থাকলে ভারত ও বাংলাদেশে উন্নয়ন কাজ ব্যাহত হবে। জননিরাপত্তা বিঘ্নিত হবে। এ কারণে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ সমস্যার সমাধানে যৌথ সহযোগিতার প্রয়োজন। বৈঠকে মিয়ানমারের জোর করে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের অবিলম্বে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের দ্রুত হস্তক্ষেপ চাওয়া হয়। কেননা রোহিঙ্গাদের দীর্ঘ উপস্থিতি স্থানীয় পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করছে। এ সমস্যা দক্ষিণ এশিয়ার।

সর্বশেষ খবর