বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গরিব মানুষ খুব কষ্টে

নিজস্ব প্রতিবেদক

গরিব মানুষ খুব কষ্টে

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, সরকার পতনে পাঁচ বছর না, কয়দিন লাগে সেটা দেখতেই পাবেন। একটু অপেক্ষা করেন। পাপে বাপকেও ছাড়ে না। গরিব মানুষ খুব কষ্টে আছে। তাদের বদ দোয়ায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। জনগণের সঙ্গে যারা বেইমানি করেছে তারা তাদের কর্মফল পেয়ে যাবে। আল্লাহর গজব শুরু হয়ে যাবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর এফডিসি সংলগ্ন দলীয় প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এলডিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্নেল (অব.) অলি আহমদ বলেন, নির্বাচনে বড় বড় রতী-মহারতীরা সব ধরাশায়ী হয়ে গেছে। এটা তাদের ওপরে আল্লাহর গজব। এই গজব থেকে কেউ রেহাই পাবে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা চুরি করেছেন। ভোট ডাকাতি করেছেন। জনগণ আপনাদের ভোট দেয়নি। এটা ভালো করেই জানেন। কিছু কিছু জায়গায় টাকা পয়সা দিয়েও কিছু ভোট নিয়েছেন। কিন্তু জনগণ মন থেকে আপনাদের কোথাও ভোট দেয়নি। তারা আপনাদের মন থেকে ঘৃণা করে। তিনি বলেন, যেসব দালালরা জনগণের সঙ্গে বেইমানি করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নির্বাচন করে জয়ী হয়েছে, এদের কী অবস্থা হচ্ছে- দেশবাসী দেখতে পেয়েছে। আসলে এ সরকার সর্বক্ষেত্রেই ফেল করেছে। পৃথিবীর কোনো সাংবাদিক এ নির্বাচনকে ভালো হয়েছে বলেননি। বরং সাংবাদিকরা এ নির্বাচনের খুঁটিনাটি সবকিছু তুলে ধরেছেন। যেসব দালাল কয়েকজন সাংবাদিককে তারা ভাড়া করে এনে সোনারগাঁও হোটেলে রেখেছিল এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে, মদের বোতল দিয়েছে- তারাই একমাত্র এই নির্বাচনকে ভালো বলে গেছে। অথচ ইন্ডিয়ার একজন সিনিয়র সাংবাদিকও বলে গেছেন যে- ‘কই আমি তো সারা শহর ঘুরে দেখেছি। কোথাও তো ভোট হতে দেখিনি’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর