বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আরও ১২ স্থায়ী কমিটিতে স্থান পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনে আরও ১২টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে গত সংসদে মন্ত্রিসভায় ছিলেন এমন পাঁচজন এবং সাবেক দুজনকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছেন। টানা তিন কার্যদিবসে মোট ৫০টি কমিটি গঠন করা হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সরকারদলীয় চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বিতীয় কার্য অধিবেশনে চিফ হুইপ জানিয়েছিলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে সাদা কাগজে রাত জেগে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করেছেন। তা সংসদের গ্রন্থাগারে সংরক্ষণ করা হবে। গতকাল চিফ হুইপ যখন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন তখন তালিকাটি চান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জবাবে চিফ হুইপ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন হলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এরপর প্রধানমন্ত্রীর হাতে লেখা তালিকাটি সংরক্ষণের জন্য দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী। কমিটির অন্য সদস্যরা হলেন- শিবলী সাদিক, শফিকুর রহমান, আলী আজম, ফয়জুর রহমান, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, আফজাল হোসেন ও আবদুস সালাম। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন- সাগুফতা ইয়াসমিন এমিলি, আনোয়ারুল আজিম আনার, মো. শাহাবুদ্দিন, বেনজির আহমেদ, আবদুল ওদুদ, অনুপম শাহজাহান জয় ও আশরাফুজ্জামান। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সদস্যরা হলেন জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল জন, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান ও সাইমুম সরোয়ার কমল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অন্য সদস্যরা হলেন- এ কে এম সেলিম ওসমান, আ ক ম বাহাউদ্দিন বাহার, এম আবদুল লতিফ, শিবলী সাদিক, মজিবুর রহমান, মাহবুব-উল আলম হানিফ ও হাফিজ মল্লিক। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অন্য সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, শেখ আফিল উদ্দিন, পঙ্কজ দেবনাথ, আবদুল মোতালেব, মো. মইনুদ্দিন ও মাহমুদুল হক সায়েম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বেনজির আহমেদ। অন্য সদস্যরা হলেন- আবদুল হাই, শামসুল আলম দুদু, সামিল উদ্দিন আহমেদ শিমুল, ময়েজ উদ্দিন শরীফ, সানোয়ার হোসেন, চয়ন ইসলাম ও সাদ্দাম হোসেন পাভেল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী ইমরান আহমেদ। অন্য সদস্যরা হলেন- মহিবুর রহমান মানিক, আবদুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন হাজারী, মাজহারুল ইসলাম, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম মোল্লা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ। অন্য সদস্যরা হলেন- কবিরুল হক, নজরুল ইসলাম বাবু, আবুল কালাম আজাদ (রাজশাহী), মাহবুবুর রহমান, নাহিদ নিগার, আবু সালেহ মো. নাজমুল হক ও সিদ্দিকুল আলম। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট কামরুল ইসলাম, নুরুল ইসলাম সুজন, আনিসুল ইসলাম মাহমুদ, শাহজাহান ওমর ও ময়েজউদ্দিন শরীফ। কার্যপ্রণালিবিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য সদস্যরা হলেন- শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, রাশেদ খান মেনন, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু ও নুর ই আলম চৌধুরী। বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সদস্যরা হলেন- মোস্তাফিজুর রহমান, সোলায়মান হক জোয়ারদার সেলুন, হাফিজ উদ্দিন, আলী আজম, অ্যাডভোকেট মতিয়ার রহমান, সোহরাব উদ্দিন ও শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। সদস্যরা হলেন- শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের ও জয়া সেনগুপ্তা।

 

সর্বশেষ খবর