শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
জেলে বসেই ম্যাজিক

অধিক আসনে বিজয়ের পথে ইমরানের প্রার্থীরা

প্রতিদিন ডেস্ক

অধিক আসনে বিজয়ের পথে ইমরানের প্রার্থীরা

জয়ের অপেক্ষায় রাজপথে ইমরানের সমর্থকরা -এএফপি

জেলখানায় আটকে থেকেও সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান এমন ম্যাজিক দেখিয়েছেন যে, দেশটির সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে সব ধারণা পাল্টে দিয়েছেন। নিজের দলের নামে প্রার্থী দিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরেকরকম প্রতীকে নেতা-সংগঠকদের দাঁড় করিয়ে কল্পনাতীত সাফল্য পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয় ১২ ঘণ্টা বিলম্বে। তাতে দেখা যায় ইমরানের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে, কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটলে অধিক আসনে বিজয়ী হয়ে ইমরান খানের প্রার্থীরা উঠে আসবেন এবং তাঁরাই নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ পাবেন। গত রাতে পাকিস্তানের ডেইলি জংগ ও জিও নিউজের তথ্য অনুযায়ী, ২৩৬ আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা ৯৬টিতে জয় পেয়েছেন। নওয়াজ শরিফের মুসলিম লীগ পেয়েছে ৬৬ আর বিলাওয়াল ভুট্টোর পিপিপি ৫১ আসন। এ ছাড়া এমকিউএম-পি পেয়েছে আটটি, ইসতিহকাম পাকিস্তান পার্টি ২টি এবং জমিয়তে উলামায়ে ইসলাম-এফ (জেইউআই) ও মুসলিম লিগ (কিউ) ১টি আসন লাভ করেছে। অন্য প্রার্থীরা ১১টি আসন লাভ করেন। ফলাফল অনুযায়ী, পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা অনেক এগিয়ে আছেন। এদিকে পিটিআই আশা করছে, নির্বাচনে তাদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১৫০ আসনে জয়লাভ করবেন এবং কোনো জোট ছাড়াই সরকার গঠন করবেন। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান জিও নিউজকে এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের অবস্থানে আছেন। আমরা পিপিটি বা মুসলিম লীগের সঙ্গে যোগাযোগ করছি না।’ তাঁর দাবি, পিটিআই নেতারা নির্বাচনে ১৫০ আসনে জিতেছেন এবং কেন্দ্রে সরকার গঠনে প্রয়োজনীয়সংখ্যক আসন পেতে সক্ষম হবে দলটি। তিনি বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে এবং পাঞ্জাবে সরকার গঠন করব। খাইবার পাখতুনখোয়ায় পিটিআই স্পষ্টভাবে এগিয়ে আছে এবং সেখানেও সরকার গঠন করবে। পিটিআই সংসদে থাকবে এবং যথাযথ ভূমিকা পালন করবে।’ প্রসঙ্গত, পাকিস্তানের সংবিধান অনুযায়ী কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে সংরক্ষিতসহ মোট ১৭২ আসন পেতে হবে। সে হিসেবে পিটিআই এককভাবে সরকার গঠন করতে চাইলে তাদের অন্তত ১৫০ আসনে জয় পেতে হবে। এ ছাড়া যারা স্বতন্ত্র নির্বাচন করেছেন তাদের নির্বাচিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো দলে যোগ দিতে হবে। নয়তো তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। পাকিস্তানে বৃহস্পতিবার জাতীয় পরিষদের ২৬৬ আসনে ভোটাভুটি হয়। পরিষদের মোট আসন ৩৩৬। ২৬৬টিতে ভোট হলেও বাকি আসনগুলো নারী ও অন্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত। এর আগে প্রাথমিক ফলাফল পাওয়ার পর পিটিআই জানিয়েছিল, এবার তারা এককভাবে সরকার গঠন করবে। সরকার গঠনে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট গঠন করতে হবে না। আর পিছিয়ে থাকা নওয়াজ শরিফের দল বলেছিল, তারা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারাই সরকার গঠন করবে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যারাত পর্যন্ত নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি। এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পিটিআই দাবি করছে, তাদের স্বতন্ত্র প্রার্থীরা বেশির ভাগ আসনে জয় পাওয়ার পর সেগুলোর ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে। আর এ কারণে ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এ অবস্থায় পিটিআই তাদের কর্মীদের নির্দেশনা দিয়েছে পূর্ণ ফলাফল পেতে তারা যেন আঞ্চলিক অফিসের (পিও) সামনে অবস্থান নিয়ে থাকেন। সে নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন জায়গার পিও অফিসের সামনে জড়ো হয়ে থাকেন পিটিআই নেতা-কর্মীরা। তারা ফলাফল না নিয়ে পিও অফিসের সামনে থেকে সরবেন না বলে জানিয়েছেন। এদিকে ভোটের ফলাফল গণনায় এত দেরি হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন সবাই। এরই মধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ইমরানের দল। দলটির মতে, ফলাফল প্রকাশে বিলম্ব হওয়া ভোট কারচুপির লক্ষণ। অন্যদিকে ফলাফল প্রকাশে এত বিলম্ব হওয়ায় চটেছেন পিপিপির বিলওয়াল ভুট্টোও। সমাজমাধ্যম এক্সে ফলাফল ‘অবিশ্বাস্যভাবে ধীরগতি’তে আসছে বলে অভিযোগ করেছেন তিনি।

সর্বশেষ খবর