শিরোনাম
শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ

বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি উপজেলা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগ তাদের নিজের ইচ্ছায় দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তাদের সব জায়গায় একাধিক প্রার্থী রয়েছে। তারা সেটাকে উৎসাহ দিচ্ছে। জাতীয় নির্বাচনেও তারা সেটি করেছে। আমরা দলীয় প্রতীক নিয়েই উপজেলা নির্বাচন করব। গতকাল দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের অবস্থা ভালো নয়। অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। সরকার অনেক পদক্ষেপ গ্রহণের কথা বললেও আমরা কোনো সুফল পাচ্ছি না। দেশে বেকারত্ব বাড়ছে। মানুষ যা বেতন পাচ্ছে তা খরচের তুলনায় অনেক কম। মানুষের জীবিকানির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। নতুন সংসদ সম্পর্কে তিনি বলেন, গতানুগতিকভাবেই চলছে। বিরোধী দলের সদস্য কম। তাই সরকারের পক্ষেই বেশি কথা হচ্ছে। সংসদ সুন্দর ও কার্যকর তখনই হয়, যখন সংসদে উভয়পক্ষের কথায় উত্তপ্ত থাকে। সেই প্রাণবন্ত সংসদ এখন পর্যন্ত হয়নি। জি এম কাদের বলেন, বিরোধী দল থেকে মন্ত্রী হওয়াটি স্বাভাবিক নয়। যদি জাতীয় সরকার হয়, বিরোধী দল না থাকে, তখন সব দল থেকে মন্ত্রী করা হয়। বিরোধী দল হিসেবে থাকতে হলে মন্ত্রিসভায় থাকা উচিত নয়। কারণ তাহলে বিরোধী দলের ভূমিকা রাখা যায় না। আমরা সংসদে বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করব।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকসহ জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর