শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা

নিজস্ব প্রতিবেদক

ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, ১৫ বছরে যত অন্যায়-অপরাধ করেছেন, তার সব কিছুর জবাব দিতে হবে। তারা খালেদা জিয়া, মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০টা/২০টা করে মামলা দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে সবার বিরুদ্ধে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে। ১৭ কোটি মানুষ ইতোমধ্যে রায় দিয়েছে যে তারা নির্বাচিত নয়; আমরা তোমাদের ভোট দিইনি। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘অরক্ষিত সীমান্ত, ধর্ষিত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় এ কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এ সময় দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, নির্দোষ একজন মহিলা (খালেদা জিয়া), তাকে ১০ বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আপনারা মানুষের সংজ্ঞায় পড়েন কি না, তা নিয়ে আমাদের দ্বিধা রয়েছে।

সর্বশেষ খবর