শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেক দিন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে তার খেসারত তাদের অনেক দিন দিতে হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে যোজন-যোজন ব্যবধান। দুনিয়ার কোনো দেশে না থাকলেও পাকিস্তান তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ধরে রেখেছে। আমাদের দেশের নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, পাকিস্তানের ক্ষেত্রে তেমনটি করে না। পাকিস্তানের নির্বাচনে সহিংসতা, ভোট কারচুপি, জালিয়াতি, ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বিরোধী দল আসেনি। তারপরও নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা বলছি না আমাদের গণতন্ত্র শতভাগ পারফেক্ট। গণতন্ত্রের সবক দেয় যে পশ্চিমা বিশ্ব, তারাও পারফেক্ট নয়। কিন্তু আমরা গণতন্ত্রের ট্রু ফর্ম (সঠিক পন্থা) অনুসরণ করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেক মামলায় তার জামিন হয়েছে। কিন্তু প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাটি একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা সময় হয়তো জামিন হয়ে যাবে। বিনা বিচারে কেউ আটকে থাকবে এটি সরকারও চায় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, তারা পারিবারিকভাবে আবেদন করলে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় কী সুপারিশ করবে দেখার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে।

সর্বশেষ খবর