সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পবিত্র শবেবরাত ২৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাত ২৫ ফেব্রুয়ারি

আগামী ২৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। গতকাল বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) শুরু হলো পবিত্র শাবান মাস গণনা। সে হিসেবে আগামী ১৪ শাবান বা ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. কাউসার আহাম্মদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর