সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আলতাফ তিন ও আলাল গ্রেফতার চার মামলায়

নিজস্ব প্রতিবেদক

আলতাফ তিন ও আলাল গ্রেফতার চার মামলায়

নাশকতার পৃথক সাত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে দুপুরে তাদের জামিন শুনানির জন্য রেখেছেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, আলতাফ হোসেন চৌধুরীকে রাজধানীর রমনা থানার পৃথক তিন মামলায় এবং মোয়াজ্জেম হোসেন আলালকে রমনা থানার তিন ও পল্টন থানার আরেক মামলায় জামিন আবেদনসহ গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর