বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। গতকাল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। গতকাল বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আবদুল বাকী সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। তবে সাক্ষ্য গ্রহণে প্রস্তুত নয় জানিয়ে সময় চান দুদক কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল। তাই আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ৪ মার্চ পরবর্তী দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য জিয়াউদ্দিন জিয়া এ তথ্য জানান।

গত ১২ সেপ্টেম্বর মামলার বাদী মাহবুবুল আলম তাঁর জবানবন্দি শেষ করেন। ১৭ অক্টোবর তাঁকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর ৩০ ও ৩১ অক্টোবর রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের দুই সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ এ মামলায় সাক্ষ্য দেন। ২০২৩ সালের ১৯ মার্চ এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর মামলার চার্জ গঠনের বৈধতা প্রশ্নে হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া। একই বছর ৩০ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ সে আবেদন খারিজ করে দেন। এর পর থেকে মামলাটিতে সাক্ষ্য গ্রহণ চলছে।

 

 

সর্বশেষ খবর