বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বেপরোয়া গাড়ির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সংসারের হাল আর ধরা হলো না এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহর। রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কোনাপাড়ায় বেপরোয়া গতির গাড়ি কেড়ে নিল তার প্রাণ। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতি চিকিৎসাধীন অবস্থায় ছেলেটির মৃত্যু হয়। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া লেকের পাশ দিয়ে সাইকেলে এক্সপ্রেস হাইওয়েতে ওঠার সময় বেপরোয়া গতির যান আবদুল্লাহকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, আবদুল্লাহ ডেমরার পাড়া ডগাইর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ঢাকার নবাবগঞ্জ থানার চরচরিয়া চোড়াইন এলাকার মৃত সেলিম ও লাকি বেগমের ছেলে। মৃত্যুর পর সোমবার রাতেই ডেমরা থানায় বেপরোয়া গতির অজ্ঞাত ওই গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেন নিহতের মামা শেখ আরিফুল ইসলাম। তবে এ ঘটনায় পুলিশ কাউকে এখনো শনাক্ত করতে পারেনি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ১৮ জানুয়ারি বিকালে আবদুল্লাহ আল আমিন রোডের ভাড়া বাসা থেকে সাইকেল নিয়ে বাইরে ঘুরতে বের হয়। ওই দিন সন্ধ্যায় কোনাপাড়া লেকের পাড় দিয়ে এক্সপ্রেস হাইওয়ের ওপর ওঠার সময় স্টাফ কোয়ার্টার থেকে আসা যাত্রাবাড়ীগামী অজ্ঞাতনামা গাড়ির চালক বেপরায়ো গতিতে গাড়ি চালিয়ে আবদুল্লাকে ধাক্কা দেয়। ছয় মাস আগে আবদুল্লাহর বাবার মৃত্যু হয়। মায়ের ইচ্ছা ছিল, মা ও এক বোনের সংসাসের হাল ধরবে আবদুল্লাহ। এদিকে ঢামেক হাসপাতালে পৃথক সময়ে দুই কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. সামসাদ আলী গুল্লা (৩২) ও প্রিসন সাংমা (৩০)। গতকাল সকালে ঢামেক হাসপাতালে হত্যা মামলার আসামি বন্দি হাজতি সামসাদ আলী গুল্লার মৃত্যু হয়। এ ছাড়া গত সোমবার রাতে ঢামেক হাসপাতালে মানব পাচারকারী মামলার আসামি বন্দি হাজতি প্রিসন সাংমার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা গেছে, মৃত সামসাদ আলী গুল্লা পল্লবী থানার বাসিন্দা। পেশায় তিনি সেলুন কর্মচারী ছিলেন। তিনি পল্লবী থানার হত্যা মামলার আসামি ছিলেন। অন্যদিকে মৃত প্রিসন সাংমার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকা কোড়া গ্রামে। তিনি উত্তরা পশ্চিম থানার মানব পাচার মামলায় বন্দি ছিলেন। প্রিসন সাংমাও পেশায় সেলুন কর্মচারী ছিলেন।

সর্বশেষ খবর