বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সমাজের অবক্ষয়ের বহিঃপ্রকাশ

হাসান মাহমুদ খন্দকার

নিজস্ব প্রতিবেদক

সমাজের অবক্ষয়ের বহিঃপ্রকাশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সমাজের প্রতিটি ঘটনার আর্থসামাজিক বিশ্লেষণ করতে হবে। পৃথক পৃথকভাবে ঘটনাগুলোকে দেখতে হবে। কোন ঘটনা কী কারণে হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। সমাজে অস্থিরতা, সামাজিক অপরাধ কিংবা অন্য বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে এটা সত্য। এমনকি কিছু কিছু রোমহর্ষক বা নারকীয় অপরাধও সংঘটিত হচ্ছে। এই অপরাধগুলোর পেছনে অবশ্যই অপরাধ মনোবৃত্তি ও আর্থসামাজিক কারণ রয়েছে। রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাও। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে এগুলো সমাজের অবক্ষয়ের বহির্প্রকাশ বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে মূল্যবোধে অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। এসব অবক্ষয়ের মূলে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক সমস্যা ও মনস্তাত্ত্বিক ব্যাপারও হতে পারে। এসব অপরাধকে চিহ্নিত করে যথাযথ তদন্ত করতে হবে। এই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এটা শুধু সামাজিক আন্দোলন কিংবা সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করে সামাজিকভাবে দেখলে চলবে না, আইনিভাবে দেখতে হবে। হাসান মাহমুদ খন্দকার বলেন, আইনের প্রয়োগটা যথাযথ এবং কঠিন প্রয়োগ হতে হবে। এতেই একটি প্রদর্শন প্রতিক্রিয়া হবে। সামাজিকভাবে প্রভাব পড়বে। যার মধ্যে অপরাধী মনোবৃত্তি আছে, সে মনে করবে যে এ ধরনের অপরাধ সংঘটিত করলে কঠোর শাস্তি পেতে পারি। সুতরাং সার্বিক প্রেক্ষাপটটা ভালোভাবে দেখে ব্যবস্থা নিতে হবে। কিছু ঘটনা ঘটেছে এটা সত্য। তবে আমি মনে করি, সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আমি আশা করব আইন প্রয়োগকারী সংস্থা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং এসব রোমহর্ষক ঘটনার তদন্ত সুষ্ঠুভাবে হবে। সত্য উদঘাটিত হবে। এর পেছনে যেসব অপরাধী জড়িত রয়েছে তারা আইনের আওতায় আসবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ এবং কঠিন ব্যবস্থা নিতে হবে।

 

সর্বশেষ খবর