বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতিশোধের মানসিকতায় অস্থিরতা বাড়ছে

ড. তৌহিদুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রতিশোধের মানসিকতায় অস্থিরতা বাড়ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নানা কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে। অপরাধের যে ধরনগুলো লক্ষণীয় যেমন ধর্ষণ বা গণধর্ষণ, পারিবারিক সহিংসতা, প্রতারণা, খুনোখুনি, মারামারি বা সন্দেহ-অবিশ্বাস থেকে সৃষ্ট মনোমালিন্য সমাজের ভঙ্গুর বৈশিষ্ট্যকেই প্রকাশ করে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামাজিক অস্থিরতা অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে সেটি মনে করছি না বা মনে করার মতো সেই বাস্তবতাও দেখছি না। কিন্তু বিষয়টি হলো হঠাৎ করে এ রকম অস্থির অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে কারণগুলো কী তা অনুসন্ধান করা। বর্তমানে মানুষ অল্পতেই রুষ্ট হচ্ছে কিংবা সহিংস আচরণ করছে। আইন ভঙ্গ করে নিজেই প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা দেখাচ্ছে তা সামাজিক প্রেক্ষাপটে ভয়ংকর। সহিংস মানসিকতা কিংবা প্রতিশোধপরায়ণ স্পৃহা যে দেশের মানুষের মধ্যে যত বেশি থাকবে সেই সমাজে সামাজিক অস্থিরতা বাড়তে থাকবে।

সর্বশেষ খবর