বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তাদের কাছে মানুষের দাম নেই

নিজস্ব প্রতিবেদক

তাদের কাছে মানুষের দাম নেই

পতাকা বৈঠক করে বাংলাদেশের তিনটি ছাগল ফেরত দেওয়ার ঘটনাকে ‘শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। গত মঙ্গলবার বাংলাদেশের তিনটি ছাগল নাকি ভারতের সীমানার ভিতরে চলে গেছে। পতাকা বৈঠক করে সে ছাগলগুলো ফেরত দিয়েছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। এদের কাছে ছাগলের দাম আছে, কিন্তু মানুষের দাম নেই। তিনটি ছাগল ফেরত দেওয়া শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা ছাড়া আর কিছুই নয়। গতকাল সকালে রাজধানীর গুলশান-১ ও ২ নম্বর এলাকায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে রিজভী আহমেদ এসব কথা বলেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার থেকে সারা দেশে প্রচারপত্র বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বিএনপি। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয় প্রচারপত্রে। রিজভী আহমেদ বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আজ তামাশা করা হচ্ছে। টেকনাফ সীমান্তে মুহুর্মুহু গোলাগুলি চলছে। সীমান্তে বাংলাদেশের কৃষকেরা ভয়ে কাজ করতে পারছেন না। তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন, আর সরকার হাতগুটিয়ে বসে আছে। একটা প্রতিবাদ পর্যন্ত করার সাহস নেই তাদের। এই অবস্থা চলতে পারে না।

সর্বশেষ খবর