শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তিন অভিশাপে অর্থনীতিতে রক্তক্ষরণ

নিজস্ব প্রতিবেদক

তিন অভিশাপে অর্থনীতিতে রক্তক্ষরণ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু বলেছেন, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লুটপাট ও দুর্নীতি হচ্ছে অর্থনীতির জন্য অভিশাপ। এই তিন অভিশাপে অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে। অর্থনীতিকে গতিশীল করতে এই তিন অভিশাপ দূর করতে হবে। জনগণকে স্বস্তি দিতে বাজার সিন্ডিকেট ধ্বংস করতে হবে। গতকাল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা শহীদ কাজী আরেফ আহমেদের ২৫তম হত্যাদিবস উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু। বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ। ১৯৯৮ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাশপুরে জাসদ আয়োজিত সন্ত্রাসবিরোধী জনসভার মঞ্চে সন্ত্রাসীরা গুলি করে বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হেসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, ইসরাইল হোসেন তাপস ও শমসের মণ্ডলকে নির্মমভাবে হত্যা করে। আজ সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে প্রয়াত নেতা কাজী আরেফ আহমেদের কবরে জাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সর্বশেষ খবর