শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মির্জা ফখরুল আবারও দিবাস্বপ্নে

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল আবারও দিবাস্বপ্নে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। আন্দোলনের কথা না ভেবে বিএনপির এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের যে ইস্যু খুঁজে পাওয়া যায় না, বিএনপির সেটা হাড়ে হাড়ে টের পাওয়া উচিত। দেশে দেশে গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রবক্তা, মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করা যুক্তরাষ্ট্রও চ্যালেঞ্জের মুখে। সারা বিশ্ব আজ প্রতিকূল স্রোতে সাঁতার কাটছে। জাপান-যুক্তরাজ্যের মতো দেশ অর্থনৈতিক মন্দার কবলে। এ বছর অনেকগুলো নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানে একটা নির্বাচন হয়ে গেছে। এখনো সরকার গঠন হয়নি, টানাপোড়েনের মধ্যে সরকার গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী করা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের সামনে অনেক প্রতিকূলতা আছে। আমাদের পথ পুষ্প বিছানো নয় বরং কণ্টকাকীর্ণ। কাঁটা সরিয়ে সরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যেকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা সব শাখাগুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন। সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

 

সর্বশেষ খবর