শিরোনাম
শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নতুন জাতীয় রাজনৈতিক কর্মসূচি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

নতুন জাতীয় রাজনৈতিক কর্মসূচি নিতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের কিছু কর্মকর্তার ওপর অভিযোগ তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ১৪-দলীয় জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন এবং শরিকদের বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে তাদের জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের অভ্যন্তরের শক্তিশালী চক্র কাজ করেছে। এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার ন্যক্কারজনক নগ্ন ভূমিকাও দেখা গেছে।

গতকাল রাজধানীর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কাঠামো জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে প্রারম্ভিক বক্তব্যে ইনু এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত এবং তাদের দেশি-বিদেশি রাজনৈতিক পার্টনারদের তীব্র বাধার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। তাদের অন্তর্ঘাত-নাশকতা-সহিংসতা-আগুনসন্ত্রাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু আসনে ক্ষেত্রবিশেষ কিছু প্রার্থীও পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার করেছেন। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের পক্ষপাতমূলক ভূমিকা চিহ্নিত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে জিতিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এর পরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে এবং দেশকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার ষড়যন্ত্র-চক্রান্ত পরাজিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংগঠনিক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশেষ আমন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরা। সভায় শুরুতেই প্রয়াত দলীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাসদ প্রার্থীরা তাঁদের নির্বাচনি অভিজ্ঞতার ওপর বক্তব্য দেন। পরে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ খবর