শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে নির্বাচন বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন

♦ যুক্তরাষ্ট্রের কড়া হস্তক্ষেপ চাইলেন ইমরান ♦ আজ দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে পিটিআই

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন বাতিল চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে। এই আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছে তিন সদস্যের বেঞ্চ। আলী খান নামের এক পাকিস্তানি নাগরিক এ আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে আগামী সোমবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হবে। জিও নিউজ, ডন, বিবিসি, রয়টার্স।

আদালত সূত্র জানিয়েছে, সুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা এই বেঞ্চের নেতৃত্ব দেবেন। তিন সদস্যের বেঞ্চে আরও আছেন বিচারপতি মোহাম্মদ আলী মাজহার এবং বিচারপতি মুসারাত হিলালির। খবরে বলা হয়, এই আবেদনে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে। ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিচার বিভাগের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের দাবি করা হয়েছে এ আবেদনে। পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। উল্লেখ্য, এর একদিন আগেই, সিন্ধু হাই কোর্ট (এসএইচসি) করাচি এবং হায়দ্রাবাদের ৫৮টি নির্বাচনি এলাকার ফলাফলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পিটিশন দাখিল করা হয়। এদিকে জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে পাকিস্তানজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচি ঘোষণা করেছেন। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘নজিরবিহীন, ব্যাপক এবং নির্লজ্জ কারচুপির’ বিরুদ্ধে এ বিক্ষোভ ডাকা হয়েছে। দলের নেতা হাম্মাদ আজহার বলেন, দুপুর ২টায় বিক্ষোভ শুরু হবে। আরেক খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্ত হস্তক্ষেপ কামনা করেছেন তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র একনায়ক ও দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলেও অভিযোগ করেছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন তারা। নেতারা বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থান কামনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী। পিটিআই নেতা সাইফ বলেন, যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন ইমরান খান। তিনি (ইমরান) বলেছেন, পিটিআইর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে কোনো দায়িত্ব পালন করেনি। যুক্তরাষ্ট্র সর্বদা একনায়ক ও দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। ইমরান খান বলেন, অতীতের ভুল শোধরানোর সুযোগ এসেছে ওয়াশিংটনের। পাকিস্তানে যে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে দৃষ্টি দিতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে স্বচ্ছ নির্বাচনের জন্য সুর উঁচু করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। আসাদ কায়সার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট কারচুরি নিয়ে যুক্তরাষ্ট্রের নীরব অবস্থানে পিটিআই উদ্বিগ্ন। অন্যান্য খবর অনুযায়ী, সরকার গঠন নিয়ে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার জানান, পিএমএল-এন ও পিপির মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। সমন্বয় কমিটির বৈঠকে সরকার গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে। এক্সে এক পোস্টে পিএমএল-এন নেতা বলেন, সপ্তাহ শেষে সমন্বয় কমিটির তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতারা। পিএমএল-এনের পক্ষে দার, সরদার আয়াজ সাদিক, সিনেটর আজম নাজির তারার ও মালিক মোহাম্মদ আহমেদ খান এবং পিপিপির পক্ষে মুরাদ আলি শাহ, কামার জামান কাইরা সাইদ ঘানি ও নাদিম আফজাল চান বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর