রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদেরের প্রশ্ন

বিএনপি কোন বছর ঘুরে দাঁড়াবে?

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের চৌকশ কথার ফুলঝুরি অনেক শুনেছি। একই কথা বারবার বলে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে সেটি আমাদের জানা নেই। কোন বছর ঘুরে দাঁড়াবে তারা (বিএনপি)? গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাজনীতিতে বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি এ প্রশ্ন রাখেন। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি অতীতের মতোই দুর্ঘটনা ঘটাতে চায়। এ ছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো রসদ নেই। তিনি বলেন, মির্জা ফখরুল বলছে, আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আসলে এ কথা বলে মির্জা ফখরুল উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন। নির্বাচন সামনে রেখে বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের ওপর দায় চাপিয়েছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী কারা? দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কেন বলেন না যে, তাদের কথামতো না চললে দেশে উগ্রবাদ চলবে? তিনি আরও বলেন, দেশে আন্দোলনের কোনো বস্তুগত ইস্যু নেই। বিএনপি গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনে শুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। মিয়ানমার পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে ওখানে এখন ইনটেলিজেন্স ডিপ্লোমেসির দরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সব পক্ষের গতিবিধি লক্ষ্য করে যুদ্ধ পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি প্রয়োগ করছে বাংলাদেশ।

সর্বশেষ খবর