রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আশফাক ও তার স্ত্রী রিমান্ডে মুখ খুলছেন না

নিজস্ব প্রতিবেদক

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার রিমান্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দিচ্ছেন না। গৃহকর্মী প্রীতির মৃত্যুর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ডে থাকা ওই দুজনকে গতকাল শেষ দিন জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। আজ তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ফের রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। ডিবি বলছে, থানা পুলিশের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন সৈয়দ আশফাক ও তার স্ত্রী। এসব প্রশ্নের উত্তর তারাও জানার চেষ্টা করেছেন। কিন্তু ওই দম্পতি অনেক শক্ত। কোনো বিষয়ে মুখ খুলছেন না। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ডেরও কোনো সন্ধান দেননি তারা। ৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় মোহাম্মদপুরের শাহজাহান রোডের জেনেভা ক্যাম্পসংলগ্ন একটি ভবনের নবম তলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে মারা যায় প্রীতি ওরাং (১৫)। প্রীতির মৃত্যুর ঘটনায় তার বাবা লোকেশ ওরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় পরদিন গ্রেফতার দেখিয়ে আশফাক ও তার স্ত্রীকে আদালতে পাঠায় পুলিশ। এ মামলায় ডিবির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, তাদের দেওয়া তথ্য যাচাইবাছাই করে দেখা হচ্ছে। কিন্তু আশানুরূপ কিছু পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে তাদের পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। সূত্র জানান, আদালতের আদেশে চার দিনের রিমান্ডের মধ্যে দুই দিন থানা হেফাজতে রেখে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে সিসিটিভির মেমোরি কার্ডও জব্দ করতে পারেনি তারা। পরে মামলার তদন্ত বৃহস্পতিবার রাতেই থানা থেকে ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। গতকাল ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, মামলাটি তদন্তে গতকাল রিমান্ডের শেষ দিনের মতো সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে মেমোরি কার্ডের সন্ধান পাওয়া যায়নি। তদন্তসংশ্লিষ্টরা জানান, গতকাল ডিবির কর্মকর্তাদের নিয়ে ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রীতি ওরাং সংশ্লিষ্ট বিভিন্ন আলামত চিহ্নিত করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যও বিশ্লেষণ করেন। এদিকে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় গৃহকর্মী মৃত্যুর বিচার নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়। এদিন রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ। বিকালে শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয় নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ ব্যানারে। ঢাকার বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করে চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট। আগের দিন বুধবার একই দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে আদিবাসী ছাত্র-যুব ও নারী সংগঠনগুলো।

 

সর্বশেষ খবর