সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাঁচ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পৃথক তিন থানায় নাশকতার আট মামলার মধ্যে পাঁচ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। এর মধ্যে রমনা মডেল থানার তিনটি, বাড্ডা ও পল্টন থানার একটি করে মামলায় জামিন পেয়েছেন তিনি। এছাড়া পল্টন থানার তিন মামলায় নথি না থাকায় শুনানি হয়নি। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আরও পাঁচ মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্তি হতে পারবেন।

এদিন দুপুরে রাজধানীর পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলায় দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। তারপর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ।

সর্বশেষ খবর