সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদা পরিণত হয়েছে কালচারে

নিজস্ব প্রতিবেদক

চাঁদা পরিণত হয়েছে কালচারে

সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আজকে চাঁদা একটা কালচারে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে যখন পরিবহনের ট্রাকগুলো আসে সেখানে চাঁদা দিতে হয়। সেই চাঁদা যোগ হয় দ্রব্যমূল্যের সঙ্গে। আপনি একটি বাড়ি করবেন সেখানে বালি কে দেবে, ইট কে সাপ্লাই দেবে, রড কে সাপ্লাই দেবে এগুলোর জন্য দিতে হয় চাঁদা। হয় চাঁদা দিতে হবে নয়তো তাদের সেই সাপ্লাইয়ের কাজ দিতে হবে। আজকে চাঁদাটা ভয়ংকর ব্যাধির আকার ধারণ করেছে। গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এ সময় সভাপতিত্ব করেন।

জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সমাজের প্রত্যেক জায়গায়, বিশ্ববিদ্যালয়েও আমরা অনেক কিছু দেখছি। এই চাঁদার যে কালচার ডেভেলপ করছে এটার বিরুদ্ধে যদি আমরা একটা মুভমেন্ট না করি তাহলে আমাদের দেশের জন্য দুর্দিন সামনে আছে বলে আমি মনে করি। তিনি বলেন, যে হকারগুলো খুবই গরিব মানুষ, কোনোভাবে সংসার চালায়, এই গরিব লোকদের থেকে পর্যন্ত চাঁদা নিচ্ছে। চাঁদা নেওয়া হচ্ছে রিকশা থেকে।

সর্বশেষ খবর