সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশের স্বাধীনতার মূল যে আদর্শ সেটিতে আওয়ামী লীগ আঘাত করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে। বাংলাদেশের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগ এ দেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করতে চায়। জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করার জন্য বিচার বিভাগকে কুক্ষিগত করেছে। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। এটাই হচ্ছে আওয়ামী লীগের মানসিকতা। আওয়ামী লীগের দলীয় ফোরামে ওঠা বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মঈন খান বলেন, সরকার যদি বিএনপি তথা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে এ দেশে কাগজে-কলমে বাকশাল নতুন করে কায়েম করে তাহলে আজকে পুনরায় প্রমাণিত হবে আওয়ামী লীগ সরকার যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, সেটা তাদের ভুয়া দাবি। 

সর্বশেষ খবর