মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছিনতাইয়ের শতাধিক স্পট

আলী আজম

রাত হলেই রাজধানীর শতাধিক স্পট সক্রিয় হয়ে ওঠে। ছিনতাইকারীরা ঘাপটি মেরে বসে থাকে এসব স্পটে। পথচারী দেখা মাত্র ঝাঁপিয়ে পড়ে। টাকা-পয়সা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়েই দেয় চম্পট। বেপরোয়া ছিনতাইকারীদের ভয়ে তটস্থ থাকেন পথচারীরা। সশস্ত্র ছিনতাইকারী চক্র ছিনতাই কাজে ব্যবহার করছে মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল। এদের টার্গেট ভ্যানেটিব্যাগ, হাতব্যাগ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট। ছিনতাইকারীর কবলে পড়ে প্রায়ই মূল্যবান সামগ্রী হারাতে হচ্ছে। রাত গভীর হলে যানবাহন ও মানুষের সমাগম কমে গেলে ছিনতাইকারীরা বেশি বেপরোয়া হয়ে পড়ে। তখন বেশ কিছু এলাকায় রিকশা ও পায়ে হেঁটে চলাচলকারীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। দেশীয় অস্ত্রধারী ও দলবদ্ধ এসব ছিনতাইকারীর সঙ্গে যুদ্ধ করাও কঠিন। একটু বল প্রয়োগ করতে গেলে প্রাণে মেরে ফেলার ভয় থাকে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ছিনতাই সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে। ছিনতাইয়ে জড়িতদের আদালতে সোপর্দ করার পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়াচ্ছে। ঢাকা মহানগরীকে ছিনতাইমুক্ত করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং অপরাধ ভীতি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত ৭ অক্টোবর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হয়। ছিনতাইকারীরা কখন, কোথায়, কোন প্রক্রিয়ায় ছিনতাই করে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রতিরোধ ও ছিনতাই সংঘটিত হলে তাদের আইনের আওতায় আনা এই টাস্কফোর্সের উদ্দেশ্য। জানা গেছে, রাজধানীতে ছিনতাইয়ের শতাধিক হটস্পট রয়েছে। হটস্পটের তালিকায় রয়েছে- শাহবাগ, রমনা, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, ভাটারা, শেরেবাংলা নগর, কলাবাগান, রামপুরা, হাজারীবাগ, মোহাম্মদপুর, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্লবী এলাকা। এ ছাড়া পান্থপথ, টিএসসি, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও রেলস্টেশন ছিনতাইয়ের অন্যতম হটস্পট। শুধু রাতের আঁধারে নয়, প্রকাশ্যে দিনের বেলায়ও সর্বস্ব লুটে নিয়ে মুহূর্তে সটকে পড়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ছিনতাইকারীরা। সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনা আতঙ্কিত করে তুলেছে নগরবাসীকে। পুরো রাজধানীতে জুড়ে প্রায় ৭ হাজার ছিনতাইকারী দাপিয়ে বেড়াচ্ছে। প্রতিদিন একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও থানায় মামলার সংখ্যা কম। ছিনতাইয়ের অনেক ঘটনাই পুলিশের কাছে যায় না। ছিনতাইয়ের শিকার বেশির ভাগ মানুষই হয়রানি ও ঝামেলার আশঙ্কায় মামলা করেন না। এতে করে ছিনতাইয়ের মামলা হয় কম। মামলা হলেও ছিনতাই করা টাকা বা মালামাল উদ্ধার করতে পারে না পুলিশ। আবার কেউ কেউ মামলা করতে গেলেও থানা তা নেয় জিডি হিসেবে। এতে করে প্রকৃত ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে। ছিনতাইকারীরা সাধারণত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তৎপর থাকে। তারা ভোরে বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন থেকে বাসামুখী অথবা বাসা থেকে স্টেশনমুখী যাত্রীদের লক্ষ্যবস্তু বানায়। নির্জন গলিতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পথচারীদের টাকা-পয়সা কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। আবার গাড়ি ও মোটরসাইকেলে করে পথ আগলে মানুষের টাকা, মুঠোফোন বা স্বর্ণালংকার কেড়ে নেয় কোনো কোনো ছিনতাই চক্র। আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়েও তৎপর ছিনতাইকারী চক্র। বেশির ভাগ ছিনতাইকারীই নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাতে তারা এ পথ বেছে নেয়। ছিনতাইকারীদের আঘাতে যখন-তখন প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। আবার অনেকে আহত হয়ে বয়ে বেড়াচ্ছে দুর্বিষহ জীবন।

সচেতন মহলের ধারণা, মাদকের চালান আটকাতে না পারলে মাদকাসক্তদের ছিনতাই থেকে ফেরানো অসম্ভব। কারণ যখনই মাদকাসক্তরা নেশাদ্রব্য গ্রহণের ইচ্ছা পোষণ করে তখনই তাদের প্রয়োজন হয় টাকার। আর রাস্তাঘাটে ছিনতাই করা অর্থ বা পণ্য তাদের সে চাহিদা পূরণ করতে পারে। এ জন্য বেশির ভাগ ক্ষেত্রে অনেক ছিনতাইকারী নেশার টাকার জন্যই ছিনতাইয়ের মতো খারাপ ও সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা বলছেন, পুলিশ জানে কোন কোন এলাকা ছিনতাইপ্রবণ। প্রভাবশালী না হলে প্রতিকার পাওয়া যায় না। বরং নানান ভোগান্তি সইতে হয়। তবে পুলিশ বলছে, ছিনতাইয়ের ঘটনা জানালে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। মামলা করতে উৎসাহ দেওয়া হচ্ছে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে (৯৯৯) কল করেও এ সেবা পাওয়া যাচ্ছে। ছিনতাই প্রতিরোধে টাস্কফোর্স গঠনের পর অভিযান শুরু হয়েছে। যতদিন পর্যন্ত ছিনতাই নিয়ন্ত্রণ না করা যাবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ক্রাইম) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, পৃথিবীর সব দেশেই ছিনতাই আছে। ছিনতাই নির্মূল সম্ভব নয়, তবে ছিনতাই নিয়ন্ত্রণে রাখাই চ্যালেঞ্জ। ঢাকায় জনগণের ঘনত্ব, অনেক জায়গায় অন্ধকার, কোথাও আলোর স্বল্পতা, নির্জন জায়গা বা লোকজনের চলাচল কম এসব জায়গা ছিনতাইপ্রবণ হয়ে থাকে। এসব জায়গায় চেকপোস্ট, ফুট প্যাট্রোলিং, টহল পার্টিসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তাদের ধরতে এবং ছিনতাই নিয়ন্ত্রণে রাখতে নিত্যনতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে আনতে ডিএমপি কমিশনারের নির্দেশে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা নেওয়া ও দেওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে। যাতে করে ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে সহজ হয়। প্রতিনিয়ত ছিনতাইকারীদের গ্রেফতার করা হচ্ছে। এদের মধ্যে অনেকে একাধিক মামলার আসামিও রয়েছে। কিন্তু জামিনে বেরিয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে তারা। অর্থনৈতিক সমস্যা, অনলাইন জুয়া, মাদকসহ একাধিক কারণে ছিনতাই বাড়ছে। আমরা এ ব্যাপারে সতর্ক আছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। সম্প্রতি ছিনতাইপ্রবণ স্পট চিহ্নিত করে সেখানে পোশাকে ও ছদ্মবেশে পুলিশ অবস্থান করছে। এতে আমরা ভালো ফলাফল পাচ্ছি। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীতে বিভিন্ন ছিনতাই স্পট চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংঘবদ্ধ ছিনতাইকারীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হয়েছে। চিহ্নিত স্পটে মাঝে মাঝে ঝটিকা অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের প্রতিরোধে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে নতুন নতুন পদ্ধতিতে ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত করে তুলছে। কেউ যখন ছিনতাইয়ের কবলে পড়ে তখন কেউ প্রতিরোধ করতে এগিয়ে আসেন না, এটা একটা বড় সমস্যা। অর্থনৈতিক সংকটে থাকা বা মাদক সেবীরা ছিনতাইকে পেশা বা কাজ হিসেবে বেছে নিচ্ছে। ছিনতাইকে বড় কোনো ধরনের অপরাধ হিসেবে এখনো গণ্য করা হয় না। ফলে যারা গ্রেফতার হয়, তারা আদালত থেকে দ্রুত জামিনে বের হয়ে ফের একই অপরাধে জড়িয়ে পড়ছে। রাজধানীতে ছিনতাইয়ের যেসব স্পট রয়েছে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবহিত আছে। কিন্তু সেসব স্পটেই অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মূলত ছিনতাইকারীদের পেছনে পৃষ্ঠপোষক রয়েছে, নইলে তারা এভাবে বেপরোয়া হতে পারে না। ছিনতাইকারীসহ এসব পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে। ছিনতাইকারীদের যারা নিয়ন্ত্রণ করছে তাদের জিরো টলারেন্স থাকতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর