মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কারামুক্ত হলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

কারামুক্ত হলেন মির্জা আব্বাস

৩ মাস ১৯ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এর আগে থেকেই কারাফটকে জড়ো হওয়া বিএনপির নেতা-কর্মীরা কারাফটকে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর আগে গত ২৮ অক্টোবরের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে ১০টি মামলায় তিনি জামিন পেলেও নাশকতার ঘটনায় রাজধানীর রেলওয়ে থানার একটি মামলায় জামিন না হওয়া কারান্তরিন ছিলেন মির্জা আব্বাস। অবশেষে গতকাল ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করলে মুক্তি পান তিনি। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, গত রবিবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান মির্জা আব্বাস। ঢাকা রেলওয়ে থানার মামলা বাদে আগেই ১০টি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। জানা যায়, শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়।

 

 

সর্বশেষ খবর