মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভূমির মামলা ৪০ বছর ঝুলে থাকে

নিজস্ব প্রতিবেদক

ভূমির মামলা ৪০ বছর ঝুলে থাকে

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ভূমিবিষয়ক মামলা ৪০ বছর পর্যন্ত ঝুলে থাকে এটা তো সমাধান না। বিকল্পভাবে ভূমির সমস্যা সমাধান করা উচিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত বাংলাদেশের ‘ভূমি বিরোধ পরিবীক্ষণ নাগরিক প্রতিবেদন ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিননাহ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও এএলআরডির ভাইস চেয়ারপারসন ড. রওশন আরা।   

সর্বশেষ খবর