মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিন্ডিকেটের কবলে নিত্যপণ্যের বাজার

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেটের কবলে নিত্যপণ্যের বাজার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে মানুষ চরম অসহায়। নিত্যপণ্যের উর্ধ্বগতির বাজারে রমজান মাসে সাধারণ মানুষের কী অবস্থা হবে, আল্লাহপাকই ভালো জানেন। কিন্তু একথা বলতে দ্বিধা নেই যে, সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। সিন্ডিকেটের কবলে জিম্মি পণ্যের বাজার। গতকাল বরিশালের চরমোনাইয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, জনগণের মুক্তি পেতে হলে এই সরকারকে বহাল রেখে কখনো সম্ভব নয়। সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে মরিয়া। সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। ডামি সরকারের পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। পীর সাহেব বলেন, দূষিত, কলুষিত ও নোংরা রাজনীতির কারণে মানুষ নিষ্পেষিত হচ্ছে। রাজনীতিতে আমূল পরিবর্তন সময়ের অনিবার্য দাবি। গুণগত ও আদর্শিক পরিবর্তনের মাধ্যমে মানুষের মুক্তি ফিরিয়ে আনতে হবে। 

সর্বশেষ খবর