মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কর্মীদের দেখাতেই মাঠে ইস্যুবিহীন বিএনপি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে কোনো ইস্যু না থাকলেও কর্মীদের দেখানোর জন্য মাঠে রয়েছে দলটির নেতারা। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তাদের সঙ্গে জনগণ নেই, কর্মীরাও নেই। বিএনপিকে ভাঙার বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দলটির নেতাদের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভাঙা নিয়ে সরকারকে দোষারোপ করা বিএনপি নেতাদের চিরাচরিত মিথ্যাচারেরই বহিঃপ্রকাশ। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ নিয়ে বাংলাদেশের সীমান্ত সুরক্ষার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সীমান্ত রক্ষায় সদা জাগ্রত রয়েছে বিজিবি। মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে, এতে সীমান্তে নিরাপত্তার ঝুঁঁকি থাকতে পারে। তবে সরকার যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিউনিখে নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ করা এবং তাকে আলোচনায় অংশীদার করা বিশ্বে বাংলাদেশের গুরুত্বকেই বহন করে। তিনি আরও বলেন, গাজায় গণহত্যা বন্ধে বক্তৃতা আর ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের উপায় খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী কূটনীতিকের অংশ।

সর্বশেষ খবর