মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বাম জোটের বিক্ষোভ

অর্থ পাচার ও লুটপাটকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান, শ্বেতপত্র প্রকাশ, পাচারের টাকা ফেরত আনা, খেলাপি ঋণ আদায় এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম দলগুলোর মোর্চার রাজনৈতিক সংগঠনগুলো। এ সময় বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এ সরকার মেয়াদোত্তীর্ণ, এটি পাল্টাতে হবে। এদের বিরুদ্ধে বিকল্প সংগ্রামের পথ তৈরি করব। আজ (গতকাল) কেন্দ্রীয় ব্যাংকের সামনে বিক্ষোভ করছি। এরপর দুদক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বসব। একইভাবে দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাসহ সব বিষয় নিয়ে বিকল্প পার্লামেন্ট বসাব।

সর্বশেষ খবর