বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তেলের দাম ১০ টাকা কমবে

নিজস্ব প্রতিবেদক

তেলের দাম ১০ টাকা কমবে

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি আরও জানান, ১ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, এনবিআর ভোজ্যতেলের শুল্ক বাবদ ৫ টাকা কমালেও রমজান সামনে রেখে মিল মালিক বা পরিশোধনকারীরা লিটারে ১০ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১ মার্চ থেকে নতুন দর কার্যকর হবে। এর ফলে সয়াবিন তেল এক লিটারের বোতলে ১০ টাকা কমে ১৬৩ টাকায় বিক্রি হবে। এখন দাম নির্ধারিত আছে ১৭৩ টাকা। আর খোলা সয়াবিন তেল দাম কমার পর বিক্রি হবে ১৪৯ টাকায়। তবে আপাতত পাম তেলের দাম কমানো হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। শুল্ক কমানোর পর ভোজ্যতেলের দাম কমানোর সিদ্ধান্ত হলেও পাম তেল ও চিনির দাম কমানোর কোনো ঘোষণা আসেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা শুধু ভোজ্যতেলের বিষয়ে কথা বলেছি এবং দাম নির্ধারণ করে দিয়েছি। আমরা আশা করি, বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বাকি যে পণ্যগুলো আছে, সেগুলোর দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে।

বাংলাদেশে পিঁয়াজ রপ্তানির বিষয়ে ভারত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আনুষ্ঠানিক কাগজপত্র পাওয়ার পর দ্রুততার সঙ্গে দেশটি থেকে পিঁয়াজ ও চিনি আমদানির উদ্যোগ নেওয়া হবে। ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও চাল, ডাল, পিঁয়াজ, আদা আমদানির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, এফবিসিসিআই এবং বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর