বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বিএনপির আলোচনা সভা

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক

মহান ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রমুখ। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, জিয়াউর রহমান দেশের কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি করেছেন। শিক্ষার উন্নয়নে অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি আমাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার শাসনামলে যে নির্বাচন হয়েছিল সেখানে সব দল অংশ নিয়েছিল। বেগম খালেদা জিয়া কোনো বিরোধী দলের নেতা-কর্মীদেরকে বন্দি করে কারাগারে পাঠাননি। আবারও তার নেতৃত্বে বিএনপি সফল হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে দিশারী, অসময়ের কান্ডারি। আজ ঘরে ঘরে শহীদ মিনার হওয়ার দশা। যদি গুম-খুনের হিসাব করা হয়, ’৭৫ সালের দুর্ভিক্ষের হিসাব করা হয় দেখা যাবে ৫০ হাজার ছাড়িয়েছে। যারা স্বাধীনতা রক্ষার দাবিদার তাদের হাতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের লক্ষাধিক নেতা-কর্মী নিহত, ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত হয়েছেন। এ সরকার দেশের মানুষকে লক্ষাধিক শহীদ মিনার উপহার দিয়েছেন। ড. আবদুল মঈন খান বলেন, এ সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। আমরা এই দুটি ফিরিয়ে আনার আন্দোলন করছি। শুধু ইট-কাঠ দিয়ে উন্নয়ন হয় না। এখানে কথা বলা ও লেখার কোনো স্বাধীনতা নেই।

আবদুল্লাহ আল নোমান বলেন, দেশের মানুষ আজ অসহায়। এই অবস্থা থেকে উত্তরণে ছাত্র-যুবক সবাইকে এগিয়ে আসতে হবে। আন্দোলন আরও তীব্রতর হবে এবং এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব। অন্যান্য বক্তারা বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। জনগণের ভোটাধিকার নেই। ফলে বিএনপির এক দফার যে আন্দোলন তা চলবে।

সর্বশেষ খবর