বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক

বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

কেন্দ্রীয় শহীদ মিনার গতকাল ফুলে ফুলে ভরে ওঠে। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানসহ শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানায় ভাষাশহীদদের প্রতি ছবি : জয়ীতা রায়

ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল ২১ ফেব্রুয়ারি সারা দেশে পালিত হয়েছে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। অমর একুশের প্রথম প্রহরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শুরু হয় মহান শহীদ দিবসের কর্মসূচি। সারা দেশে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মাতৃভাষা বাংলার জন্য জীবন দেওয়া মহান ভাষাশহীদদের। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ একুশে সংগীতের সুর ও মূর্ছনার মধ্যে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারগুলো। সারা দিনই ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। অমর একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষে ভাষাশহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যরাত থেকে গতকাল অপরাহ্ণ পর্যন্ত শহীদ মিনারে অব্যাহত ছিল সর্বস্তরের মানুষের শ্রদ্ধানিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষাশহীদদের। ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জেএসডি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতন্ত্রী পার্টি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাসদ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করে জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজ। গতকাল দুপুরের পরও দেখা যায় শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি। গতকাল সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাশেদ খান মেননের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছে ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র‌্যাব)। এ ছাড়া শ্রদ্ধা জানিয়েছে নির্বাচন কমিশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, উত্তর সিটি করপোরেশন, রাজউক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট (বিটিআই)-এর শ্রদ্ধানিবেদন : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা টেকনিক্যাল ইনস্টিটিউট (বিটিআই)। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পরে ক্যাম্পাসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে  শ্রদ্ধা জানায়-  ১. আওয়ামী লীগ ২. বিএনপি ৩. ঢাকা বিশ্ববিদ্যালয় ৪. জাতীয় প্রেস ক্লাব ৫. হাবীবুল্লাহ বাহার কলেজে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটক মঞ্চস্থ হয়    -বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর