বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে ক্ষমতা ভাগাভাগি

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানে ক্ষমতা ভাগাভাগি

অনেক দেনদরবারের পর শেষ পর্যন্ত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফের নেতৃত্বেই দেশটিতে জোট সরকার গঠন হচ্ছে। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি। মুসলিম লীগ ও পিপিপির সমঝোতায় এ সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। জিও নিউজ, ডন, বিবিসি

খবরে বলা হয়, দফায় দফায় বৈঠক শেষে মঙ্গলবার রাতে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ, আর প্রেসিডেন্ট হবেন আসিফ আলি জারদারি। তিনি আরও বলেন, ‘পিপিপি ও পিএমএল-এন সরকার গঠনের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করে ফেলেছে। অন্যদিকে এখন পর্যন্ত প্রতিপক্ষ ইমরানের পিটিআই ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রয়োজনীয় আসন সংখ্যায় পৌঁছাতে পারেনি। ফলে মুসলিম লীগই সরকার গঠন করতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ জানান, আসিফ আলি জারদারিকে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় ভোট তাদের আছে। এজন্য তিনি মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ মিত্র দলগুলোকে ধন্যবাদ জানান। এদিকে এমন সরকারকে বিগত পিডিএম (পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট) জোট সরকারের দ্বিতীয় মেয়াদ বলে উল্লেখ করে এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। নতুন সরকারে কে কোন পদ পাচ্ছেন-এ রকম প্রশ্নে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো জানান, এ বিষয়ে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তা প্রতিটি দল আলাদাভাবে ঘোষণা দেবে।

তিনি বলেন, ‘যদি অতীতের দিকে তাকাই তাহলে আমরা আগের মেয়াদের তুলনায় অনেক দ্রুত ঐকমত্যে পৌঁছেছি এবং জোটের ঘোষণা দিয়েছি।’ একই সংবাদ সম্মেলনে পিএমএল-এন নেতা শাহবাজ শরফি জানান, তিনি পিটিআই সমর্থিতদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা যথেষ্ট আসন দেখাতে পারেননি। তিনি বলেন, ‘পরবর্তী সরকার গঠনে আমাদের পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। উভয় দল সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট পদে জারদারিকে যৌথ প্রার্থী হিসেবে মাঠে নামানো হবে।’ পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে কি না-এমন প্রশ্নে পিএমএল-এন নেতা বলেন, ‘প্রথম দিন থেকেই মন্ত্রিত্ব চায়নি বিলাওয়ালের দল। তবে পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ ও পিপিপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনার ভিত্তিতে পরে মন্ত্রিত্ব সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর