বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ম্যাথিউ মিলার

জনপ্রতিনিধিদের আইন মানতে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে

কূটনৈতিক প্রতিবেদক

জনপ্রতিনিধিদের আইন মানতে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে

বাংলাদেশে জনপ্রতিনিধিদের আইন ও আর্থিক বিধান মানতে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি সর্বজনবিদিত। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে, যা দেশটির রিজার্ভের ১ শতাংশের সমান। এটি অনেকটির মধ্যে একটি ঘটনা মাত্র। এরপর তিনি জানতে চান, সরকারকে জবাবদিহির আওতায় আনতে এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করছে। জবাবে মিলার বলেন, ‘আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে দেশের আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।’

সর্বশেষ খবর