বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হেফাজতে মৃত্যুতে ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে মৃত্যুতে ব্যবস্থার নির্দেশ

পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যুর অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিয়ে কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনের উপপরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে ‘পুলিশ হেফাজতে বডিবিল্ডার ফারুকের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ব্যাপারে কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুতর ও ঘটনাটি সত্য হয়ে থাকলে তা মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। হেফাজতে নির্যাতন বা মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ ঘটনার বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর