শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নজরদারি বাড়াতে হবে

ডা. রশীদ-ই-মাহবুব

নজরদারি বাড়াতে হবে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেন, ‘অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ আসার পর হাসপাতালের লাইসেন্স ছিল না বলা দায়সারা আচরণ। স্বাস্থ্যসেবা দিতে গেলে হাসপাতাল, ক্লিনিকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের।’ তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ ধরনের ঘটনায় কাউকে দায়ী করার আগে দেখতে হবে যিনি সেবা দিয়েছেন তিনি এ কাজের জন্য উপযুক্ত ব্যক্তি কি না, তার প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল কি না। কাউকে দায়ী করার আগে এসব বিষয় খতিয়ে দেখতে হবে। এ ধরনের ঘটনা দেশের স্বাস্থ্যসেবার প্রতি আস্থাহীনতা তৈরি করে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর