শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জবাবদিহির অভাব

ডা. ফয়জুল হাকিম

জবাবদিহির অভাব

জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম বলেছেন, ‘হাসপাতাল, ক্লিনিকগুলোয় এভাবে রোগীমৃত্যুর বড় কারণ অদক্ষতা ও জবাবদিহির অভাব। বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোর ব্যাপারে যতটা স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনোযোগ প্রয়োজন, তা নেই। নইলে এভাবে ব্যাঙের ছাতার মতো অবৈধ লাইসেন্সবিহীন ক্লিনিক গড়ে ওঠে কীভাবে?’ তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ‘অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ উঠলেই শুনি সেই ক্লিনিকের লাইসেন্স নেই। তাহলে এতদিন প্রশাসনের নাকের ডগায় চলছিল কীভাবে? দেশের বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজগুলোয় স্বাস্থ্য শিক্ষার মানও নিম্নগামী। এসব শিক্ষার্থী উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই চিকিৎসক হচ্ছে। টাকা খরচ করলেও মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। নইলে ইউনাইটেড, ল্যাবএইডের মতো করপোরেট হাসপাতালে কীভাবে এসব ঘটে? প্রাইভেট চিকিৎসা সেবা খাতকে সরকার অঘোষিত দায়মুক্তি দেওয়ার ফলে হাসপাতালে রোগীর অপমৃত্যুর ঘটনা ঘটে চলেছে। একদিকে সরকার রাষ্ট্রীয় চিকিৎসা সেবা খাতকে সংকুচিত করে চলেছে, অন্যদিকে প্রাইভেট চিকিৎসাসেবা খাতকে লুটেরা ব্যবসায়ীদের কাছে অবাধ করে দিয়েছে। আর প্রাইভেট চিকিৎসা সেবা নিতে গিয়ে সাধারণ রোগীরা অপ্রয়োজনীয় টেস্ট, চিকিৎসকদের উচ্চ হারে ফি দিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর