শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিদেশি ঋণ শোধের চাপ তো আছেই

নিজস্ব প্রতিবেদক

বিদেশি ঋণ শোধের চাপ তো আছেই

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমাদের ওপর ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছেই। তবে আমরা কি মরে গেছি? আমরা এটাও বলতে পারি যে, এই চাপটা খুব যে বেশি তেমনও নয়। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আবদুস সাত্তার এসোয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশি ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি কিছুটা চাপে আছে। তবে দেশের মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না। মূল্যস্ফীতির উচ্চ চাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতিতে কিছুটা অস্বস্তি আছে। একটা খাতে কমে আবার আরেকটা খাতে বাড়ে। এসব নিয়েই চলতে হচ্ছে। তবে একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, ইফাদ হালদা নদীতে রেণু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করব। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা। সামনেও এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর