রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিশ্বব্যাংকের এমডি

এক দিনের সফরে ঢাকা পৌঁছেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটিই তার প্রথম সরকারি সফর। গতকাল সন্ধ্যার পর ঢাকায় পৌঁছেছেন অ্যানা বেজার্ড। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যানা বেজার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বিশ্বব্যাংক জানায়, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। দেশ স্বাধীন হওয়ার পর বিশ্বব্যাংক বাংলাদেশে ৪১ বিলিয়নের বেশি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। এ ঋণের বেশির ভাগই অনুদান বা রেয়াতি ঋণ। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে। তবে তার এ সফরের বিষয়ে নির্দিষ্ট করে তেমন কোনো উদ্দেশ্যের কথা জানায়নি বিশ্বব্যাংক কিংবা সরকার।  

সর্বশেষ খবর