মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উপনিবেশ চিন্তা থেকে বের হতে পারেনি

অধ্যাপক ড. জিয়া রহমান

উপনিবেশ চিন্তা থেকে বের হতে পারেনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বলেছেন, আমরা এখনো কলোনিয়েল (উপনিবেশ) আইনগুলো ফলো করছি। সেই আইন দিয়ে এখনো পুলিশ পরিচালিত হচ্ছে। আমাদের মতো রাষ্ট্র কলোনিয়েল চিন্তা থেকে এখনো বের হতে পারেনি। সেই আইন পরিবর্তন করলে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যেত না। পুলিশ একটি ইনস্টিটিউট হতো। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। অধ্যাপক জিয়া রহমান আরও বলেন, আমেরিকাতে পুলিশে চাকরি হলো ‘সার্ভিস’ আর আমাদের এখানে পুলিশকে ‘ফোর্স’ হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটিশরা এখানে আইন তৈরি করেছে মানুষকে শোষণ করার জন্য। সেই আইন দিয়ে পুলিশ এখনো পরিচালিত হচ্ছে। সময় অনেক পেরিয়েছে তারপরও বিষয়টি সংশোধন হয়নি। আর আমাদের সিভিল সোসাইটিও সেভাবে দাঁড়াতে পারেনি। ভালো সিভিল সোসাইটি হলে পুলিশ জনগণের সঙ্গে বিতর্কিত ব্যবহার করতে পারত না। তখন বিতর্কিত ব্যবহারের জবাবদিহিতা করতে হতো। দেশের মানুষ মনে করছে পুলিশকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত।

ড. জিয়া রহমান বলেন, সাধারণ মানুষ থানায় গিয়ে দাঁড়িয়ে থাকে, পুলিশের গালি খায়। আগের সেই পরিবেশ এখন নেই। এখন অনেক পরিবর্তন হয়েছে। আগের তুলনায় আমাদের মিডিয়া বেড়েছে এবং সিভিল সোসাইটির অবস্থান বেড়েছে। ২০ বছর আগের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়েছে। পুলিশের চিন্তায়ও অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আমাদের সোসাইটিতে অপরাধ বেড়েছে। কিশোর গ্যাং বেড়েছে। এত ঘটনা ঘটছে, রাজনৈতিক কারণে পুলিশ সেভাবে কাজ করতে পারছে না। পুলিশের ট্রেনিং যথাযথ করানো উচিত। ওপরের লেভেলের অফিসাররা হয়েতো ভালো করছেন। নিচের সারির ভালো ট্রেনিং করানো উচিত। নিচের লেভেলের অফিসাররা এগুলো ফেস করেন। সুতরাং তাদের ভালো ট্রেনিং করানো উচিত। তাদের উন্নয়ন হয়নি বললেই চলে।

সর্বশেষ খবর