শিরোনাম
বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রান্সকমের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের দায়ের করা মামলায় ওই গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের পৃথক তিন মামলায় রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন বাতিল করেন। জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন ওই পাঁচ কর্মকর্তার আইনজীবী জামিরুল ইসলাম।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার আসামিদের জামিনের আদেশ বাতিল করে দেন। জামিন বাতিল হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- ট্রান্সকম গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক। শত কোটি টাকা আত্মসাৎ ছাড়াও সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপটির পাঁচজন কর্মকর্তাকে গত ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরদিনই জামিন পান প্রতিষ্ঠানটির শীর্ষ এই পাঁচ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর