বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সংরক্ষিত আসনের এমপিদের শপথ আজ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিত ৫০ জনের শপথ গ্রহণ আজ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে বিকাল সাড়ে ৩টায় সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্য হুইপরাসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন। শপথ শেষে এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে আজই সংসদে যোগ দেবেন এ ৫০ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

এদিকে দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নব-নির্বাচিত ৫০ জনের নাম, পিতা/স্বামী ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল বিকালে ইসি সচিব মো. জাহাংগীর স্বাক্ষরিত এ গেজেট জারি করা হয়। সংরক্ষিত আসনের এই সদস্যদের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এবার সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি ২ টি আসন পেয়েছে। ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও মনোনয়নের বাইরে কারো প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়ে নি। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর