বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আইজিপি ব্যাজ পেলেন ৪৮৮ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

আইজিপি ব্যাজ পেলেন ৪৮৮ পুলিশ সদস্য

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৪৮৮ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ব্যাজপ্রাপ্তদের হাতে তিনি সনদও তুলে দেন। ২০২৩ সালের কাজের ভিত্তিতে কারা এ বছর আইজিপি ব্যাজ পাবেন, সেই তালিকা ২৪ ফেব্রুয়ারি ঘোষণা করে পুলিশ সদরদফতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। ওই অনুষ্ঠানে মোট ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। মঙ্গলবার শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে ৩ মার্চ পর্যন্ত। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর