বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অসৎ ব্যবসায়ীদের সঙ্গে নেই এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

অসৎ ব্যবসায়ীদের সঙ্গে নেই দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেছেন, তারা কোনো অসৎ ব্যবসায়ীর পক্ষে কথা বলবেন না। নিত্যপণ্যের দাম বেশি না রাখার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি              বলেন, ‘আপনারা রোজার মাসে ন্যায্য লাভ করবেন। প্রধানমন্ত্রী কিন্তু এ বিষয়ে সতর্ক আছেন। তাই এদিকে সবাইকে সাবধান হতে হবে।’

রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। গতকাল মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বক্তব্য দেন। এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, সহসভাপতি আনোয়ার সাদাত সরকার, পরিচালক মো. মুনির হোসেন, ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেরাজুল ইসলাম, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান প্রমুখ বলেন, অসাধু কোনো ব্যবসায়ীর পক্ষে এফবিসিসিআই নেই। সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ অবস্থানের কথা তুলে ধরেন মিল মালিক, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও মালিকরা। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমিও একমত। পুলিশ দিয়ে বাজার মনিটরিং করানো হোক, তা আমি চাই না। বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনিটরিং করলেই হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি না করলে ব্যবসায়ীদের সরকারিভাবে হয়রানির শিকার হতে হবে। এটা আমরা চাই না। কাজেই আমি প্রতিটি বাজার কমিটিকে অনুরোধ করব, আপনারা তদারকি কার্যক্রম জোরদার করেন। এফবিসিসিআই সভাপতি বলেন, পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ে পণ্যের মূল্যের ক্ষেত্রে যাতে অস্বাভাবিক পার্থক্য না হয় সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর