শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

প্রতিদিন ডেস্ক

ত্রাণপ্রার্থীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

অবরুদ্ধ গাজায় ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ভোরে এ হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত ও ৭৬০ জন আহত হয়েছেন। সূত্র : আল জাজিরা। একজন গণমাধ্যম কর্মী তার বিবরণে উল্লেখ করেছেন, ইসরায়েলি সেনারা গাজা সিটির কাছে ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকদের ওপর বেপরোয়া গুলি চালায়। হামলার লক্ষ্য ছিল হামাসসহ সামরিক নেতাদের সমঝোতায় বাধ্য করা। পরে গুলিতে গুরুতর আহতদের অনেকেই উত্তর গাজার অপ্রতুল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা সেখানে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। সে সময় ইসরায়েলি সেনারা আমাদের ওপর গুলি চালিয়েছে। বেশ কিছু ফুটেজে দেখা গেছে, কয়েক হতাহত ফিলিস্তিনিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কোনো অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না। আল-রশিদ স্ট্রিটে জড়ো হয়েছিলেন ফিলিস্তিনিরা। আটা বহনকারী ত্রাণবাহী ট্রাক থেকে তাদের সহায়তা দেবে বলে তারা অপেক্ষা করছিলেন। খবরে বলা হয়, এবারই প্রথম নয়, এর আগে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সবমিলে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা এবং বুধবার সকালের মধ্যেই ৭৬ জন প্রাণ হারিয়েছে। ফলে সেখানে নিহতের সংখ্যা ২৯ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। আরেক খবরে বলা হয়েছে, এদিনই গাজার নুসেইরাত, বুরেইজ এবং খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

 

 

সর্বশেষ খবর