শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ

মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলা তা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছে জাতিসংঘ। কাজের মাধ্যমে তিনি জাতিসংঘের প্রিয় বন্ধু। তাঁর কাজকেই অনুসরণ করে বর্তমানে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণভাবে নিজেদের (মত) প্রকাশের কারণে যেসব মানুষকে আটক করা হয়েছে অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ। বাংলাদেশে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কীভাবে মনিটরিং করছে জাতিসংঘ তাঁর এ প্রশ্নের উত্তরে ডুজাররিক বলেন, বাংলাদেশে আমাদের যে ‘কান্ট্রি টিম’ আছে তারা অব্যাহতভাবে এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে ফলো করছেন। কাজের মাধ্যমে জাতিসংঘের একজন প্রিয় বন্ধু প্রফেসর ইউনূস। আমি মনে করি উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে সেই কাজই (অনুসরণ) করছি।

সর্বশেষ খবর